
ফেনী প্রতিনিধি:
পবিত্র মাহে রমজানে বাজারে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, গরুর মাংস, মুরগীর মাংস ও খাসীর মাংসের দাম সহনীয় রাখতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় করেছেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি নিজাম উদ্দিন হাজারী এমপি। রবিবার ফেনী পৌরসভার কনফারেন্স রুমে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান। নির্ধারিত মূল্যে গরুর মাংস, খাসির মাংস ও মোরগ বিক্রি না করলে জরিমানা নয়, সরাসরি জেলে পাঠানো হবে বলেও এ সময় হুঁশিয়ারি উচ্চারণ করের তিনি।