Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / দর্শনায় পল্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দর্শনায় পল্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

May 07, 2025 07:46:33 PM   অনলাইন ডেস্ক
দর্শনায় পল্টু হত্যার বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

দামুরহুদা প্রতিনিধি:
চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার অন্তর্গত পৌরসভার ৯নং ওয়ার্ডের ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পল্টু হত্যার বিচার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার (০৭ মে ২০২৫) বিকাল ৪টায় এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
স্থানীয় এলাকাবাসীর আয়োজনে এই মানববন্ধনে নিহত পল্টুর পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। বক্তারা দ্রুত সময়ের মধ্যে পল্টু হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য, সম্প্রতি ঈশ্বরচন্দ্রপুর গ্রামে পল্টু হত্যাকাণ্ড সংঘটিত হলে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এই ঘটনার পর থেকে এলাকাবাসী বিচারের দাবিতে সোচ্চার হয়ে উঠেছে।