Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ধামরাইয়ে ইটের ট্রাক চাপায় ৮ম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ধামরাইয়ে ইটের ট্রাক চাপায় ৮ম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু

February 23, 2024 11:29:44 AM   উপজেলা প্রতিনিধি
ধামরাইয়ে ইটের ট্রাক চাপায় ৮ম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু

ঢাকার ধামরাই উপজেলায় ইটের ট্রাক চাপায় ৮ম শ্রেণির শিক্ষার্থী মৃত্যু হয়েছে। ওই ছাত্রীর নাম তাহমিনা আক্তার, সে ধামরাই জয়পুরা গ্লোরিয়াস স্কুলের  ৮ম শ্রেণির ছাত্রী এবং ধামরাই সোমভাগ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মধ্য গাওয়াইলের বাসিন্দা জাহাঙ্গীর আলমের মেয়ে। বৃহস্পতিবার (২২ জানুয়ারী ২০২৪) ধামরাই বিদ্যালয়ে যাওয়ার পথে ট্রাক চাপায় তার মৃত্যু হয়।

জানা যায়, প্রতিদিনের মতো তাহমিনা আক্তার সহপাঠীদের সাথে স্কুলে যাওয়ার জন্য রওনা দেয়। কিছুদূর যাওয়ার পর  ইট  ভর্তি ট্রাকের ধাক্কায় পড়ে যায় সাথে থাকা সহপাঠীরা চিৎকার করলে ঘাতক ট্রাক চালক মামুন ট্রাক না থামিয়ে শিক্ষার্থী তাহমিনার উপরে চালিয়ে দিলে নিমিষেই চাকার নিচে চলে যায় তাহামিনা। অন্য শিক্ষার্থীরা দেখে  চিৎকার শুরু করলে  আশেপাশের লোকজন ছুটে আসে। ঘাতক ট্রাক চালক মামুন নেমে পালিয়ে যায়। এলকাবাসি তাকে উদ্ধার করে  সাথে সাথে তাকে ধামরাই আলাউদ্দিন হাসপাতালে নিয়ে যান সেখান থেকে সাভার এনাম মেডিকেল হাসপাতালে প্রেরণ করলে  কর্তব্যরত চিকিৎসক তাহমিনাকে মৃত ঘোষণা করেন।  জানা যায় মামুন ওই ট্রাকের মালিক।

জাহাঙ্গীর আলম প্রতিদিনের মত ছেলে মোবারক হোসেনকে এসএসসি পরীক্ষা দিতে সাথে নিয়ে যায়। মুঠো ফোনে জানতে পারে মেয়ে এক্সিডেন্টের খবর সাথে সাথে বাড়িতে এসে দেখে মেয়ের মৃতদেহ। এ ঘটনায় ধামরাই গ্লোরিয়াস স্কুলের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে নেমে আসে শোকের ছায়া। একজন সহপাঠ  হারিয়ে বেদনায় অশ্রুসিক্ত তারা।

ছাত্র-ছাত্রী ও শিক্ষরা দাবি,  ঘাতক চালক মামুনের  যেন অচিরে শাস্তির আওতায় আনা হয়। এলাকাবাসী জানায়, প্রতিনিয়তই কোন না কোন দুর্ঘটনার স্বীকার হচ্ছে এলাকাবাসী। আজকে আমরা তাহামিনাকে হারিয়েছি তাদের এই বেপরোয়া গতি এবং অসুস্থ প্রতিযোগিতার কারনে তাহামিনার প্রাণ কেড়ে নিয়েছে।  ঘাতক ট্রাক চালককে  আইনের আওতায় এনে শাস্তি প্রদানের দাবি জানান তারা।