Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় আনসার ভিডিপির অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় আনসার ভিডিপির অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠিত

May 07, 2025 07:51:03 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় আনসার ভিডিপির অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠিত

মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনায় আনসার ও ভিডিপির অ্যাডভান্স কোর্সের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ মে) বিকেলে জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ জিন্নাতুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারহাট্টা উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মেরিনা কাদের শেলী, মদন উপজেলার প্রশিক্ষণ কর্মকর্তা রিমি ফেরদৌসী এবং কলমাকান্দা উপজেলার প্রশিক্ষক মোহাম্মদ আব্দুল আওয়াল।

প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ জিন্নাতুল ইসলাম বলেন, “মাঠপর্যায়ে দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশিক্ষণার্থীরা এ কোর্সের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন, নিরাপত্তা সচেতনতা, উদ্যোক্তা হওয়ার কৌশল, অস্ত্রচালনা ও দায়িত্ব পালনের বিভিন্ন বিষয়ে জ্ঞান অর্জন করে। তারা বাংলাদেশ আনসার বাহিনীর সদস্য হিসেবে জাতীয় নির্বাচন, পূজা কিংবা দুর্যোগকালীন সময়ে দায়িত্ব পালনের সুযোগ পেয়ে থাকেন। তাছাড়া, স্বাবলম্বী হতে আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে সহজ শর্তে ঋণ সুবিধাও দেওয়া হয়।”

অনুষ্ঠান শেষে প্রশিক্ষণে কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। ২৮ দিনব্যাপী এ প্রশিক্ষণে জেলার বিভিন্ন উপজেলার মোট ৮০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন।