Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ময়মনসিংহ / নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুর্নীতিবিরোধী দুদকের অভিযান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুর্নীতিবিরোধী দুদকের অভিযান

May 07, 2025 07:50:19 PM   অনলাইন ডেস্ক
নেত্রকোনায় বিআরটিএ কার্যালয়ে দুর্নীতিবিরোধী দুদকের অভিযান

নেত্রকোনা সদর প্রতিনিধি:
নেত্রকোনায় নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিআরটিএ) কার্যালয়ে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার (৭ মে) দুপুরে ময়মনসিংহ দুদক আঞ্চলিক কার্যালয়ের উপপরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি টিম প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিআরটিএ কার্যালয়ের সেবাপ্রদান প্রক্রিয়ায় ঘুষ লেনদেন, দালালচক্রের সক্রিয়তা, গ্রাহক হয়রানিসহ নানা অভিযোগের তদন্ত করে দুদক কর্মকর্তারা। এ সময় তারা একাধিক কক্ষে তল্লাশি চালিয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ নথিপত্র সংগ্রহ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের জিজ্ঞাসাবাদ করেন।

এছাড়া অভিযানের অংশ হিসেবে বিআরটিএ কার্যালয়ের সামনের নেত্রকোনা সদর উপজেলা মার্কেটের কয়েকটি কম্পিউটার দোকানেও অভিযান চালানো হয়। ওইসব দোকানে জাল ডকুমেন্ট তৈরির অভিযোগ রয়েছে বলে জানা গেছে।

দুদকের এই হঠাৎ অভিযানে বিআরটিএ কার্যালয় ও সংশ্লিষ্ট এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।