Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / পানছড়িতে দুই ইটভাটা স্থায়ীভাবে বন্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পানছড়িতে দুই ইটভাটা স্থায়ীভাবে বন্ধ

March 14, 2025 01:31:15 AM   দেশেরপত্র ডেস্ক
পানছড়িতে দুই ইটভাটা স্থায়ীভাবে বন্ধ

খাগড়াছড়ির পানছড়িতে মহামান্য হাইকোর্টের রিট পিটিশনের ভিত্তিতে দুটি ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা নাসরিনের নেতৃত্বে পানছড়ির নালকাটা এলাকায় এমএসআর ব্রিকস ও সততা ব্রিকস নামের দুটি ইটভাটা বন্ধ করে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নম্বর ১৩৭০৫/২০২২ অনুযায়ী এসব ইটভাটা স্থায়ীভাবে বন্ধ করা হয়েছে। মালিকরা লিখিত অঙ্গীকার দিয়েছেন যে, তারা নিজ উদ্যোগে ভাটার চুল্লি ভেঙে ফেলবেন।

অভিযানকালে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জসিম উদ্দিন, উপজেলা রেঞ্জ কর্মকর্তা কিশোলয় চাকমা, উপজেলা ফায়ার স্টেশনের ইনচার্জ লিটন বৈষ্ণব, উপজেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান অলি এবং আইনশৃঙ্খলা বাহিনীর অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।