
গাজীপুর প্রতিনিধি:
বিদেশি মদ সরবরাহের সময় একটি যাত্রীবাহী বাস থেকে আলী আকবর (১৯) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পূবাইল থানা। রোববার ভোরে মিরের বাজার উড়াল সেতুর নিচে তল্লাশি চালিয়ে ২৮ বোতল ভারতীয় মদসহ তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত আলী আকবর সুনামগঞ্জ জেলার দোয়ারা বাজার থানার দেলোয়ার নগরের মৃত আব্বাস আলীর ছেলে।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনার (অপরাধ) মোঃ আলমগীর হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান। তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানা পুলিশ সিটেল থেকে গাজীপুরগামী একটি মাসুম ক্লাসিক বাসে তল্লাশি চালায়। বাসের যাত্রী আলী আকবরের কাছ থেকে ২০ বোতল 'অফিসার চয়েস হুইসকি' ও ৮ বোতল 'আইচ ভোডকা' উদ্ধার করা হয়।
আলী আকবর সিলেট থেকে গাজীপুরের মাওনা এলাকায় বিক্রির উদ্দেশ্যে এসব মদ নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে পুলিশ। তার বিরুদ্ধে নিয়মিত মাদক মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।