Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

October 06, 2024 11:42:57 AM   উপজেলা প্রতিনিধি
পীরগঞ্জে কমিউনিস্ট পার্টির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করেছে। শনিবার দুপুরে শহরের পূর্ব চৌরাস্তার পাশে উপজেলা কমিউনিস্ট পার্টির আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

জেলা কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আবু সায়েম, উপজেলা শাখার সভাপতি প্রভাত সমীর শাহজাহান, সম্পাদক মর্তুজা আলম, ক্ষেতমজুর শ্রমিক নেতা ক্ষিতীশ চন্দ্র রায়, এবং ছাত্র ইউনিয়নের সাবেক নেতা আবু সালেহ সিহাবসহ অন্যান্য নেতৃবৃন্দ সমাবেশে বক্তব্য রাখেন।

বক্তারা নির্দলীয় তদারকি সরকারের অধীনে নির্বাচন আয়োজন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং সরকারি দপ্তরগুলোর অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। বিশেষভাবে পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মফিজুল হকের বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগের তদন্ত ও আইনানুগ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দেন, সঠিক ব্যবস্থা না নেওয়া হলে ছাত্র-জনতাকে নিয়ে আন্দোলন চালিয়ে যাবেন।