
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পীরগঞ্জ উপজেলায় সনাতন ধর্মাবলম্বীদের সাথে সৌহার্দ্য ও সম্প্রীতি সভা এবং সরকারি অনুদান বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রমিজ আলম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক রামকৃষ্ণ রায়, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অতুল চন্দ্র রায়, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অধ্যক্ষ গোপাল চন্দ্র রায়, ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন আনান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এন ইশফাকুল কবির, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, অন্যান্য পেশাজীবী, ও পূজা মণ্ডপ কমিটির সভাপতি ও সম্পাদকগণ।
বক্তারা বলেন, এই উপজেলায় ১১৯টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। আগামী ৯ অক্টোবর থেকে শুরু হওয়া দুর্গোৎসব যাতে সনাতন ধর্মাবলম্বীরা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে উদযাপন করতে পারেন, সেজন্য সকলের সহযোগিতা কামনা করা হয়। সভা শেষে উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি জাহিদুর রহমান জাহিদ নিজ তহবিল থেকে প্রতিটি দুর্গাপূজা মণ্ডপ কমিটির সভাপতির নিকট অর্থ সহায়তা বিতরণ করেন।