
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে সাফি (৯) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। জানা যায়, শুক্রবার দুপুরে জগথা হঠাৎপাড়া গ্রামের সুয়েল তার শিশু পুত্রকে নিয়ে পার্শ্ববর্তী টাঙ্গন নদীতে গোসল করতে যান। পিতা ও শিশু একসঙ্গে পানিতে নামলে শিশুটি পানিতে তলিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর কিছু দূরে শিশুর লাশ ভেসে ওঠে। সেখান থেকে উদ্ধার করে দাফন কার্য সম্পন্ন করা হয়। একমাত্র পুত্রের মৃত্যুতে পরিবারের মাঝে শোকের মাতম বইছে।