
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার প্রশাসকের দায়িত্ব পেয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রমিজ আলম। সোমবার স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এর আগে এই দায়িত্ব পালন করছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোলেমান আলী।
নতুন নির্দেশনা অনুযায়ী, ইউএনও রমিজ আলম তার নিজ কার্যালয়ের দায়িত্বের পাশাপাশি পৌরসভার প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করবেন। এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে পৌরসভার স্টাফরা ইউএনও রমিজ আলমের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। আগামী রোববার থেকে তিনি পৌর কার্যালয়ে দায়িত্ব গ্রহণ করবেন বলে জানানো হয়েছে।