
পীরগঞ্জ (ঠাকুরগাঁও) সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা তাদের যোগ্যতা ও ন্যায্যতার ভিত্তিতে ১০ম গ্রেড এবং প্রধান শিক্ষকদের ৯ম গ্রেডে বেতন প্রদানসহ বৈষম্য দূরীকরণ ও দ্বিতীয় শ্রেণীর মর্যাদার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।
বুধবার বিকেলে শহরের পূর্ব চৌরাস্তার মোড়ে বৈষম্য নিরসনে প্রাথমিক শিক্ষক সংগঠন সমবায় পরিষদের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে শিক্ষকরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষকদের বৈষম্য নিরসন কমিটির আহ্বায়ক ও দক্ষিণ কাচন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজিউর রহমান রাজা, ভাকুড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোকসেদ আলী, ভোমরাদহ-২ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কুদরত খোদা পাভেল, সেনগাঁও বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান উজ্জ্বল, ঘিডোব বিদ্যালয়ের সহকারী শিক্ষক রিতা রানী, দস্তমপুর বিদ্যালয়ের সহকারী শিক্ষক নূরনবী চঞ্চল প্রমুখ।
মানববন্ধন শেষে শিক্ষকেরা ইউএনও বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন। কর্মসূচিতে উপজেলার কয়েক শতাধিক শিক্ষক-শিক্ষিকা অংশগ্রহণ করেন।