
আশিকুর রহমান:
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শিক্ষকদের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানানো হলো। কিন্তু পুষ্পস্তবকে নাম নেই বঙ্গবন্ধুরই। আর এ নিয়ে ক্ষুব্ধ হয়ে ওঠলো শিক্ষার্থীরা। আজ ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে সকাল ১০ টার দিকে গাজীপুরের ভাওয়াল বদরে আলম কলেজে এই ঘটনা ঘটে।
জানা যায়, বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সকালে সরকারি কর্মসূচির অংশ হিসেবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের আয়োজন করা হয়। এ উপলক্ষে শিক্ষক শিক্ষার্থীরা জড়ো হতে থাকেন। পরে সকাল ১০ টায় পুষ্পস্তবক অর্পণ করেন শিক্ষকবৃন্দ। তবে পুষ্পস্তবকে বঙ্গবন্ধুর নাম লেখা না থাকায় ক্ষুব্ধ হয়ে ওঠে শিক্ষার্থীদের একাংশ। তারা এ ব্যাপারে তিব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং আয়োজক কর্তৃপক্ষের গাফেলতি বলে অভিহিত করেন। এসময় ক্ষুব্ধ শিক্ষার্থীদের কেউ কেউ কর্মসূচি ছেড়ে চলে যান। অনেক শিক্ষার্থীরাই বলছেন, কলেজ কর্তৃপক্ষের এমন কান্ড অন্যকিছু ইঙ্গিত করছে।
কেন পুষ্পস্তবকে বঙ্গবন্ধুর নাম দেয়া হলো না? এমন প্রশ্নে এড়িয়ে যান ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের প্রিন্সিপাল প্রফেসর বি এল আব্দুল হান্নান।
ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল প্রফেসর মোঃ শওকত আলী বলেন, জাতীয়ভাবে বাংলাদেশে শুধুমাত্র জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানেরই ‘স্বদেশ প্রত্যাবর্তন দিবস’ পালন করা হয়, অন্য কারো স্বদেশ প্রত্যাবর্তন দিবস জাতীয়ভাবে পালন করা হয় না।
তবে এ ব্যাপারে তার কাছ থেকেও কোন সদুত্তর পাওয়া যায় নি।