
আনোয়ার হোসেন:
ফেনী ফাজিলপুরে আলাউদ্দিন জুয়েলার্স লুট হওয়া গহনা ও টাকা সহ ৬ জনকে আটক করেছে ফেনী মডেল থানা পুলিশ। রবিবার ফেনী পুলিশ সুপার জাকির হাসান এক প্রেস ব্রিফিং এ কথা বলেন।
পুলিশ সুপার বলেন, গত ১০ তারিখ আটককৃত আসামী ফরহাদ ও বাদশা সাথে পলাতক আরো দুই আসামী আলাউদ্দিন জুয়েলার্সে এসে সব কিছু অবলোকন করে যায়। পরের দিন দুপুরের পর জুয়েলার্সে আসে আটককৃত আসামী ফরহাদ এবং দামাদামি করে ১২ শত টাকা একটি নাক ফুল ক্রয় করে এবং এক ফাকে সাথে থাকা অপর ৩ আসামী জুয়েলার্সের সব গহনা ভর্তি শোকেজের অবস্থা দেখে নেন। গহনা নিয়ে পালিয়ে যাওয়ার সব পথ সহ বাজারের অলিগলি সব কিছু বাছাই করে নেন। এবং পরিকল্পনা সাজায়। পরের দিন দুপুরের পূর্ব পরিকল্পনা মাফিক বাদশা মিয়া নেত্বতে যে যার মতো বাজারে অবস্থান নেয়। আসামী আলাউদ্দিন দোকানের তালা কেটে ভিতরে প্রবেশ করে এবং আসামী শফিক সব গহনা শোকেজ থেকে বাহির করে ব্যাগে ভরে পালিয়ে যায়। পরে তারা বিভক্ত হয়ে মহাসড়কে উঠে লোকাল বাসে ফেনী হয়ে কুমিল্লা পালিয়ে যায়।
প্রেস ব্রিফিংয়ে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, থোয়াই অঙ্কু মারমা, মডেল থানার ওসি শহিদুল ইসলাম প্রমুখ । এর আগে জুয়েলার্স এর মালিক আলাউদ্দিন বাদি হয়ে ফেনী মডেল থানায় একটি মামলা দায়ের করেন ।