Date: May 21, 2024

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্যের উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্যের উদ্বোধন

March 18, 2024 08:26:10 PM   জেলা প্রতিনিধি
ফেনীতে দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্যের উদ্বোধন

ফেনীতে আল্লাহর ৯৯ নাম ও বিশাল এলইডি জায়ান্ট সহ দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্যের উদ্বোধন করা হলো।  ফেনীর মিজান রোডের শেষ মাথায় ফেনী পৌর সভার উদ্যোগে ২ মাস ধরে অক্লান্ত পরিশ্রম করে নিউ স্মার্ট জেনারেল ঠিকাদারি প্রতিষ্ঠান এই ইসলামী ভাস্কর্যটি এটি নির্মাণ করেন। এখানে ৭ হাজার এলইডি লাইট ও বিশান এলইডি টিবি জায়ান্ট রয়েছে।

রবিবার সন্ধ্যায় এই ইসলামী ভাস্কর্যটি উদ্বোধন করেন ফেনীর সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী এমপি। এসময় উপস্থিত ছিলেন বিপুল সংখ্যক মানুষ  ও ওলামে কেরামগণ। মোনাজাতের মাধ্যমে ভাস্কর্যটি উদ্বোধন করা হয়।

এমপি নিজাম উদ্দিন হাজারী তার বক্তব্যে বলেন, এই মিজান পাড়া ফেনী শহরের খুবই গুরুত্বপূর্ণ জায়গা।এখানে রয়েছে ঐতিহাসিক মিজান ময়দান কেন্দ্রীয় ঈদগা, এখানে আন্তর্জাতিক মানের কেরাত প্রতিযোগিতা সহ অনেক বড় বড় ইসলামী প্রোগ্রামগুলো হয়। সেখানে এই ধরনের দৃষ্টিনন্দন ইসলামী ভাস্কর্য স্থাপন নিঃসন্দেহে প্রশংসনীয়। আমি পৌর মেয়র স্বপন মিয়াজিকে ধন্যবাদ জানাই তার এই সুন্দর উদ্যোগের জন্য। ফেনী শান্তিপ্রিয় জায়গা আমরা এখানে শান্তিপূর্ণভাবে সবাই বসবাস করতে চাই। এসময় পলক উন্মোচন করে চত্বরটির নাম করন করেন শান্তির চত্বর। আমরা মুসলমান আমাদের জন্য এসব আবেগের।

পৌর মেয়র স্বপন মিয়াজি বলেন, শহরের বিভিন্ন পয়েন্টে নান্দনিক ও ইসলামী ভাস্কর্যের মাধ্যমে শহরকে আরো সুন্দর ও দৃষ্টিনন্দন শহরের পরিণত করবে। পৌরসভার নিজস্ব অর্থায়নে এটি স্থাপন করা হয়েছে। শহরকে আরো সুন্দর ও আকর্ষণীয় করার লক্ষ্যে  আমি জননেতা নিজাম উদ্দিন হাজারীর নির্দেশে কাজ করেছি।  একজন মুসলমান হিসেবে আল্লাহ ও রাসুলের নাম উপস্থাপন করা আমার দায়িত্ব সেটা মাথায় রেখে এই ভাস্কার্যের পরিকল্পনা গ্রহণ করি। এরই মধ্য শহরের রামপুর রাস্তার মাথায় অনুরূপ আল্লাহর নামে আরো একটি ভাস্কর্য রয়েছে। তিনি বলেন এই  ভাস্কর্যটিতে এলইডি টিভি জায়ান্ট  বসানো হয়েছে এখানে সব ধরনের ইসলামিক প্রোগ্রাম ও কোরআন তেলাওয়াত সরাসরি হজ্জের অনুষ্ঠান প্রচার করা হবে বলে জানান তিনি।

অনুষ্ঠানে ফেনী আলিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাহমুদুল হাসান সহ পৌর প্যানেল মেয়র  পৌরসভার সকল কাউন্সিলর গণ ও গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন মসজিদের ইমাম গণ উপস্থিত ছিলেন ।