
আনোয়ার হোসেন:
সারা দেশের ন্যায় ফেনীতেও পালিত হলো ফেনী জেলা তাঁতী লীগের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকী। এই উপলক্ষ্যে মঙ্গলবার সকালে ১১ ঘটিকায় ফেনী পৌর চত্বরে এসে জড় হয় জেলা তাঁতি লীগের খণ্ড খণ্ড মিছিল। এরপর বেলা ১১.৩০ মিনিটে বিশাল মিছিল শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন ফেনী জেলা লীগের তাঁতী নেতাকর্মীরা।
এসময় পৌর তাঁতী লীগের যুগ্ম সদস্য সচিব শাহাদাত হোসেন মামুন বলেন, আজ তাঁতী লীগের ২১ তম প্রতিষ্ঠাবার্ষিকী। বরাবরের ন্যায় এবারও আমরা ব্যাপক আকারে পালন করার ইচ্ছে ছিল কিন্তু মাহে রমজান পাশাপাশি জননেতা নিজাম উদ্দিন হাজারে নির্দেশে ছোট পরিসরে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করতে হচ্ছে।
এ সময় জেলা নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, ফেনী জেলা তাঁতীলীগের আহ্বায়ক মনজুরুল আলম কচি ও সদস্য সচিব ওমর এলাহি সুমন,পৌর আহ্বায়ক গিয়াস উদ্দিন দুলাল যুগ্ম আহ্বায়ক করিম হাজারী এবং সদর উপজেলা তাঁতীলীগের আহ্বায়ক নুরুল আফছার, সদস্য সচিব আবদুল বাসেত, যুগ্মআহবায়ক লিটন মাস্টার, জয় চন্দ্র দাস, সামছুল আলম সুমন ও ফেনী সদর উপজেলার সকল ইউনিয়ন তাঁতীলীগের আহ্বায়ক ও সদস্য সচিব বৃন্দ।