
ফেনী জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আসন্ন রমজান মাসের পবিত্রতা বজায় রাখা এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য স্বাভাবিক রাখতে একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক জনাব সাইফুল ইসলাম।
এতে উপস্থিত ছিলেন ফেনীর স্থানীয় সরকার উপ-পরিচালক জনাব গোলাম মোঃ বাতেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মো: ইসমাইল হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মন্জুর আহ্সান, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জনাব জাফর আহমেদ, ফেনী জেলা বিএনপির আহ্বায়ক জনাব শেখ ফরিদ বাহার, ফেনী জেলা জামায়াতের আমির জনাব মুফতি আবদুল হান্নান, ফেনী জেলা ইসলামী আন্দোলনের সেক্রেটারি মাওলানা জনাব একরামুল হক ভূঁঞা সহ সরকারি বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ, উপজেলা অফিসারবৃন্দ এবং সাংবাদিকবৃন্দ।
সভায় আসন্ন রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ ও বাজার ব্যবস্থাপনা নিয়ে বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলির উদ্যোগের বিষয়েও মতামত প্রদান করা হয়।