Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফুলগাজীতে বঙ্গবন্ধু নুরানী মাদ্রাসার নির্মাণকাজে বাধা, হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণ...

ফুলগাজীতে বঙ্গবন্ধু নুরানী মাদ্রাসার নির্মাণকাজে বাধা, হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা

February 03, 2024 07:19:53 PM   জেলা প্রতিনিধি
ফুলগাজীতে বঙ্গবন্ধু নুরানী মাদ্রাসার নির্মাণকাজে বাধা, হামলা ও ভাংচুরের অভিযোগে মামলা

ফেনী প্রতিনিধি:
ফেনী জেলার ফুলগাজী উপজেলাধীন সদর ইউনিয়নের ৬নং ওয়ার্ডের মধ্যম বাশুড়ায় ফুলগাজী  সরকারী ডিগ্রি কলেজের পূর্ব পাশে মুক্তিযুদ্ধের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দারুল উলম নূরানী মাদ্রাসার প্রবেশদ্বার সাইট ওয়াল ভেঙে দিয়ে বাদী বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানকে হুমকি প্রদর্শন করায় তিনি নিরাপত্তাহীনতায় আতংকে আছেন। উক্ত ঘটনার বিষয় তিনি ফেনী-১ আসনের মাননীয় সংসদ সদস্য আলাউদ্দিন আহাম্মদ চৌধুরী নাসিমের দৃষ্টি আকর্ষণ করেছেন।

গত ২ ফেব্রুয়ারী ২০২৪ তারিখ শুক্রবার সকালে সাংবাদিকরা ঘটনাস্থলে গেলে ফুলগাজীর সদর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বাশুড়ার মরহুম মুক্তিযোদ্ধা মৌজা মিয়ার পুত্র বাদী বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান অভিযোগ করে এসব কথা জানায়।

বাদী আরো জানায়, দুই বছর পূর্বে ১৪ ডিসিম জমি ক্রয় করেন তিনি। ঐ জমিতে  বঙ্গবন্ধু শেখ মুজিব নুরানী মাদ্রাসা নামীয় একখানা মাদ্রাসা নির্মাণ করিতে ৮ হাজার ইট ও ৫ শত কেজি লোহার রড ক্রয় করে নির্মাণ কাজ শুরু করেন। উক্ত মাদ্রাসায় ছাত্র/ছাত্রী এবং শিক্ষক ও লোকজন চলাফেরা করার জন্য ১৬০ ফুট লম্বা ও ৭ ফুট চওড়া রাস্তার সীমানা প্রাচীর নির্মাণ করে। বিগত ১০ ডিসেম্বর ২০২৩ তারিখে সকালে ঘটনাস্থলে বাদীকে ধমক দিয়া বলে যে, বঙ্গবন্ধুর নামে কিংবা যার নামেই হোক এইখানে মাদ্রাসা করলে আসামীদেরকে ২ লক্ষ টাকা চাঁদা দিতে হইবে। চাঁদা দাবীর প্রতিবাদ করিলে সকল আসামীগণ এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মারিয়া মাটিতে ফেলে বাদীকে আহত করে। আসামীদেরকে চাঁদা না দিলে বাদীকে খুন করে লাশ গুম করে ফেলার হুমকি প্রদান করে। আসামীগণ চলাচলের পথে নির্মিত সীমানা প্রাচীর ভেঙ্গে ফেলে। এসময় শৌর চিৎকার গুনে স্থানীয়রা এগিয়ে এসে  আসামীদের কবল থেকে বাদীকে রক্ষা করার পর ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরী বিভাগে ভর্তি করায় এবং জখমের চিকিৎসা করায়। যাহার রেজিঃ নং- ৩৭৯/০১ তাং ১০/১২/২০২৩ ইং। এছাড়াও আসামীগণ বাদীর মাদ্রাসা নির্মানের জন্য রাখা ইট ও রড চুরি করে নিয়ে যায়,  যাহার আনুমানিক মূল্য ১ লক্ষ ২০ হাজার টাকা। সীমানা ওয়াল ভেঙ্গে ৩০ হাজার টাকার ক্ষতি করে। উক্ত ঘটনার বিষয়ে বিবাদী ফুলগাজী থানাধীন ৬ নং ওয়ার্ড বাসুড়ার মৃত হাজী শেখ আহমেদের পুত্র  রাশেদ, কবির আহাং, কামাল উদ্দিন, মৃত জুলকু মিয়ার পুত্র ধন মিয়া, ধন মিয়ার পুত্র ইকবাল, সাইফুল, টিপু, সাদ্দাম  পারভেজ, রুবেল নামীয় আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে এবং সুবিচার চেয়ে ফেনীর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত মামলা দায়ের করেছেন। সি. আর মামলা নং ৩৩২/২০২৩ ইং।