
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর পৌর এলাকার ইসলামপাড়ায় অবস্থিত ভিক্টর স্পোর্টি ক্লাবের আয়োজনে ‘শাইখ স্পোর্টস লিজেন্ড সুপার কাপ টি-২০ ক্রিকেট টুর্নামেন্ট’ এর উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিরামপুর আনসার মাঠে টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠান শেষে শাইখ স্পোর্টস এবং তাসলিমা ডায়াগনস্টিক সেন্টারের মধ্যে উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত হয়।
এই টুর্নামেন্টের প্রধান স্পন্সর হিসেবে রয়েছেন শাইখ স্পোর্টস, এবং সহযোগিতায় আছেন বিরামপুর উপজেলার লিজেন্ড খেলোয়াড়বৃন্দ। ১২টি ক্রিকেট টিমের সমন্বয়ে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ভিক্টর স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও পৌরসভার ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোজাফফর রহমান মাস্টার, টুর্নামেন্টের স্পন্সর শাইখ স্পোর্টস এর মালিক নাসির উদ্দিন খন্দকার লিটন, ভিক্টর স্পোর্টি ক্লাবের সাধারণ সম্পাদক এএসএম কাদিরুজ্জামান প্রিন্স, সাংগঠনিক সম্পাদক রেজওয়ান, শাইখ স্পোর্টস ক্রিকেট টিমের অধিনায়ক শাহিন কাদির, তাসলিমা ডায়াগনস্টিক সেন্টার ক্রিকেট টিমের অধিনায়ক আব্দুর রশিদ, বিশিষ্ট ক্রীড়ানুরাগী মুশফিকুর রহমান লিটন, ক্রীড়া ব্যক্তিত্ব শামসুল আলম এবং রফিকুল ইসলাম রফিক। এছাড়াও অংশগ্রহণকারী দলগুলোর টিম মালিক, অধিনায়ক এবং লিজেন্ড খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।