Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের...

বিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

October 03, 2024 06:48:45 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষ্যে আইনশৃঙ্খলা সংক্রান্ত বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার নুজহাত তাসনীম আওন।

সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নাজিয়া নওরীন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমতাজুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আতাউর রহমান, আনসার ও ভিডিপি কর্মকর্তা তাহেরা সুলতানা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাবেক অধ্যক্ষ শিশির কুমার সরকার, সাধারণ সম্পাদক শান্ত কুমার কুন্ডু, বিভিন্ন পূজা মন্ডপের নেতৃবৃন্দ, ধর্মীয় নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তাবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও শিক্ষার্থীরা।

এবছর বিরামপুর উপজেলায় ৩৫টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। সভায় বক্তারা সবাইকে সম্প্রীতির সাথে দুর্গোৎসব উদযাপনে একযোগে কাজ করার আহ্বান জানান।