
বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপি'র সভাপতি মিঞা শফিকুল আলম মামুনের সভাপতিত্বে এবং পৌর বিএনপি'র সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি'র জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। এছাড়াও বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং সনাতন ধর্মাবলম্বীদের নেতারা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার ৩৫টি পূজা মণ্ডপের প্রতিনিধিদের হাতে বিএনপি'র পক্ষ থেকে নগদ আর্থিক অনুদান তুলে দেন প্রধান অতিথি।