Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

September 28, 2024 07:37:30 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরে সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুরে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিরামপুর পৌর শহরের ঢাকা মোড়ে মিজান শপিং মলের সামনে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশ নেন বিরামপুর উপজেলার সহকারী শিক্ষকরা। এ সময় বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, ঢেলুপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহেদুল ইসলাম, সহকারী শিক্ষক মাহফুজার রহমান, নূরে আলম সিদ্দিকী, আব্দুল করিম ও শিমুল কুমার রায় প্রমুখ।

বক্তারা জানান, প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা সমমান হলেও বেতন গ্রেড ১৩তম। অথচ অষ্টম শ্রেণি পাস ড্রাইভারদের বেতন গ্রেড ১২তম। এছাড়া, স্নাতক বা সমমানের যোগ্যতা সম্পন্ন অন্যান্য সরকারি চাকরিজীবীদের সাথেও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বেতন বৈষম্য রয়েছে, যা অত্যন্ত অমানবিক। এই বৈষম্য দূর করে সকল সহকারী শিক্ষকদের বেতন ১০ম গ্রেডে উন্নীত করার দাবি জানান বক্তারা।

মানববন্ধন শেষে আয়োজকরা জানান, রবিবার (২৯ সেপ্টেম্বর) সহকারী শিক্ষকদের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বরাবর স্মারকলিপি প্রদান করা হবে।