Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বিরামপুরের সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিরামপুরের সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

September 22, 2024 10:12:46 PM   উপজেলা প্রতিনিধি
বিরামপুরের সাবেক মেয়র আক্কাস আলীর বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন

দিনাজপুরের বিরামপুরে সাবেক পৌর মেয়র আক্কাস আলীর দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে রবিবার দুপুরে পৌর শহরে বিক্ষোভ মিছিল ও পৌরসভা কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এই মানববন্ধন বিরামপুরের সর্বস্তরের ভুক্তভোগী ও সাধারণ জনগণের ব্যানারে আয়োজন করা হয়।

মানববন্ধনে সাবেক মেয়র আক্কাস আলীর বিরুদ্ধে অভিযোগ তুলে ধরা হয়। ভুক্তভোগী মোজাম্মেল হক, আরিফুল ইসলাম আরিফ, এবং অ‍্যাডভোকেট সোহেল রানার ছোট ভাই সৌরভ হোসেন লিখিত বক্তব্যে জানান, আক্কাস আলী ক্ষমতার অপব্যবহার করে জমি দখল, নিয়োগ বাণিজ্য, এবং বিভিন্ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করেছেন। এছাড়াও তিনি পৌরসভার বিভিন্ন ইজারা এবং মাস্টার রোলে লোকবল বেশি দেখিয়ে অর্থ আত্মসাৎ করেছেন।

অভিযোগকারীরা আরও জানান, আক্কাস আলী তার পছন্দের ঠিকাদারদের দিয়ে পৌরসভার কাজ করিয়ে কমিশন বাণিজ্যে লিপ্ত ছিলেন এবং তার দুর্নীতির কারণে পৌরসভার অভ্যন্তরের সড়কগুলোর অবস্থা বেহাল। সাবেক মেয়রের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি তার আপন দুই ভাইকে বঞ্চিত করে ফিলিং স্টেশন এককভাবে দখল করেছেন এবং দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে ঢাকায় সম্পত্তি কিনেছেন।

সাবেক মেয়র আক্কাস আলীর সাথে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি এবং তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া গেছে।