Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু নিহত, আহত তিন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু নিহত, আহত তিন

September 09, 2024 12:19:23 PM   অনলাইন ডেস্ক
বালিয়াডাঙ্গী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি শিশু নিহত, আহত তিন

ঠাকুরগাঁও সংবাদদাতা:
ঠাকুরগাঁওয়ের ধনতলা সীমান্তে বিএসএফের গুলিতে ১৪ বছর বয়সী এক বাংলাদেশি শিশু নিহত হয়েছে। এছাড়া গুলিবিদ্ধ হয়েছেন আরও তিনজন। নিহত শিশুর নাম জাম্বু।

জানা গেছে, উপজেলার ধনতলা ইউনিয়নের বটতলী ঠুমনিয়া গ্রামের বাসিন্দা মহাদেব, দরবারু ও মহাদেবের ছেলে জাম্বু সহ ১০-১২ জন ব্যক্তি ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। তারা বালিয়াডাঙ্গীর ধনতলা সীমান্তের গ্রামপাড়া সীমান্তের ৩৯৩ মেইন পিলার এলাকায় দালালের মাধ্যমে ভারতে প্রবেশের চেষ্টা করে।

এই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলির আঘাতে জাম্বু নিহত হয় এবং আহত হন দবরারু ও নিহত জাম্বুর বাবা মহাদেব। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে রংপুরে চিকিৎসার জন্য নিয়ে যায়।

ধনতলা ইউপি চেয়ারম্যান সমর কুমার চ্যাটার্জী এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং সরকারের কাছে সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি জানানো হচ্ছে।