Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / ভোট দিয়ে বেরিয়ে যা বললেন আজমত উল্লাহ খান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ভোট দিয়ে বেরিয়ে যা বললেন আজমত উল্লাহ খান

May 25, 2023 11:02:59 AM   দেশজুড়ে ডেস্ক
ভোট দিয়ে বেরিয়ে যা বললেন আজমত উল্লাহ খান

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লা খান বলেছেন, আমি মনেপ্রাণে বিশ্বাস করি, জয়-পরাজয় আল্লাহ কর্তৃক নির্ধারিত। ফয়সালা আসমান থেকে হয়। আল্লাহ যা চান, তা জনগণের মাধ্যমে প্রকাশ করিয়ে নেন৷  

বৃহস্পতিবার সকালে টঙ্গী দারুসসালাম মাদ্রাসাকেন্দ্রে ভোট দিতে নিজের ভোট প্রয়োগ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।  

ভোটের মাঠে জয়ের বিষয়ে নিজে শতভাগ আশাবাদী দাবি করে তিনি আরও বলেন, ইংরেজিতে একটা কথা আছে-দ্য ভয়েস অব দ্য পিপলস, দ্য ভয়েস অব দ্য গড। জনগণের ভোটেই আজ ফয়সালা হবে।  

এর আগে এদিন সকাল ৯টায় টঙ্গী দারুসসালাম মাদ্রাসাকেন্দ্রে ভোট দিতে আসেন আওয়ামী লীগ মনোনীত মেয়রপ্রার্থী আজমত উল্লা খান। সকাল ৮টায় ভোট দেওয়ার কথা থাকলেও ১ ঘণ্টা দেরিতে কেন্দ্রে আসেন তিনি।