
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভটভটি-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিপা (৩০) নামে এক নারী নিহত হয়েছেন।
শুক্রবার (১৫ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সোনামসজিদ মহাসড়কের জালমাছমারী ঈদগাহের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত নারী উপজেলার কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের সুজন আলীর স্ত্রী।
স্থানীয়রা বলেন, চাঁপাইনবাবগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন রিপা বেগম। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান রিপা বেগম। এ সময় আহত হন স্বামী সুজন আলী। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।