Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মা ইলিশ রক্ষায় পদ্মায় বিশেষ অভিযান, আটক ২৭ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মা ইলিশ রক্ষায় পদ্মায় বিশেষ অভিযান, আটক ২৭

November 01, 2024 10:45:52 AM   উপজেলা প্রতিনিধি
মা ইলিশ রক্ষায় পদ্মায় বিশেষ অভিযান, আটক ২৭

শরীয়তপুর (জাজিরা) প্রতিনিধি: মা ইলিশ সংরক্ষণে পদ্মানদীর শরীয়তপুর অংশে দিনভর বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এ অভিযানে ৪'টি ট্রলারসহ ২৭'জনকে আটক করা হয়। এসময় অন্তত ২'লাখ মিটার অবৈধ জাল জব্দ করে প্রশাসন।

আটককৃত ৯'জনের বিরুদ্ধে সুরেশ্বর নৌ-পুলিশ বাদী হয়ে নড়িয়া থানায় নিয়মিত মামলা দায়ের করেছে। ১১'জনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান এবং বাকি ৭'জনের বিরুদ্ধে মাঝিরঘাট নৌ-পুলিশ বাদী হয়ে মামলার প্রক্রিয়া চলমান বলে জানিয়েছে নৌ-পুলিশ।

চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার জনাব সৈয়দ মোশফিকুর রহমানের নেতৃত্বে বুধবার (৩০-অক্টোবর) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পদ্মানদীর নড়িয়া ও জাজিরা পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উপস্থিত ছিলেন জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সোলাইমান, জেলা মৎস্য কর্মকর্তা জনাব মো. হাদিউজ্জামান, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ (পিপিএম), সুরেশ্বর ও মাঝিরঘাট নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য কর্মকর্তারা।

নৌপুলিশ ও মৎস্য অফিস সূত্রে জানা গেছে, ১৩ অক্টোবর রাত ১২টা থেকে আগামী ৩ নভেম্বর পর্যন্ত ২২ দিন মা ইলিশ ক্রয়-বিক্রয়, বহন, বিতরণ, আহরণ বন্ধ থাকবে। তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে এক শ্রেণীর দুষ্কৃতকারীরা নদীতে মা ইলিশ শিকারে নামে। এসব দুষ্কৃতকারীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই বিশেষ এ অভিযান পরিচালনা করা হয়েছে।