
রাজধানীর মতিঝিলে একটি আবাসিক হোটেল ভবনের ১১ তলার বেলকনি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের পরিচয় পাওয়া যায়নি, তবে তার বয়স আনুমানিক ৫০ বছর।
মতিঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) ইসমাইল হোসেন বলেন, ‘সোমবার (২০ ফেব্রয়ারি) রাতে খবর পেয়ে ফকিরাপুল কালভার্ট রোডের হোটেল রাহমানিয়া ইন্টারন্যাশনালের ২০ তলা ভবনের ১১ তলার বেলকনি থেকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা অবস্থা থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। পরে আইনি প্রক্রিয়া শেষে রাত সোয়া ১টায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।’
নিহতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের জখম রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘লোকটি ওই ভবনের উপরের কোনও ফ্লোর থেকে এগারো তলার বেলকনিতে পড়ে গেছে, নইলে লাফিয়ে পড়েছে অথবা কেউ তাকে মেরে সেখানে ফেলে দিয়েছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই জানা যায়নি, বিষয়টি তদন্তাধীন।’
তিনি বলেন, ‘ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’
মৃতের পরিচয় জানার চেষ্টা করে যাচ্ছে পুলিশ উল্লেখ করে তিনি বলেন, ‘ফিঙ্গার প্রিন্টের জন্য সিআইডি ক্রাইম সিনকে সংবাদ দেওয়া হয়েছে। মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে।’