Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, মালামালসহ গ্রেফতার ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, মালামালসহ গ্রেফতার ৬

January 30, 2024 11:38:04 PM   জেলা প্রতিনিধি
মহাসড়কে চাঞ্চল্যকর ডাকাতি মামলার রহস্য উদঘাটন, মালামালসহ গ্রেফতার ৬

গাজীপুরে চাঞ্চল্যকর ডাকাতির ঘটনায় লুণ্ঠিত মালামাল উদ্ধার ও ৬ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) গাজীপুর মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (অপরাধ) কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ সমরাজ মোল্লা (৩৪), মোঃ তুষার আহম্মেদ (৩২), মোঃ রোকনুজ্জামান (৪০), মোঃ কামাল হাওলাদার (৩৯), মোঃ আবু বক্কর রাজু (৩৮) ও ৬। মোঃ রাজু মিয়া (৩২)।

গাজীপুর সদর থানা এলাকায় মহাসড়কে ডাকাতি ঘটনায় মালামাল উদ্ধার ও ৬ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

জিএমপির উপ-পুলিশ কমিশনার আবু তোরাব মোহাম্মদ শামসুল হক জানান, সদর থানার গজারিয়াপাড়া এলাকায় গত ২৩ জানুয়ারি রাতে একটি ডাকাতির ঘটনা ঘটে। ওই রাতে ট্রাক চালক মো. রিয়াজ উদ্দিন গাজীপুর জেলার জয়দেবপুর থানাধীন হোতাপাড়া ফুয়াং টাইলস ফ্যাক্টরী হতে ফুয়াং কোম্পানীর ৪২০ কার্টুন টাইলস নিয়ে ঢাকার উদ্দেশে রওয়ানা করে।

পরে ন্যাশনাল পার্কের ৩নং গেইট সংলগ্ন এলাকায় পৌঁছালে অজ্ঞাতানামা ডাকাতরা ট্রাকটি থামিয়ে চালককে মারধর করে রাস্তায় ফেলে ট্রাকসহ মালামাল ডাকাতি করে পালিয়ে যায়। পরে পুলিশ তথ্যপ্রযুক্তির ব্যবহার করে ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের গ্রেফতার করতে সক্ষম হয়। ডাকাতি হওয়া ট্রাক ও মালামাল উদ্ধার করেছে পুলিশ