Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

February 26, 2023 11:36:45 PM   দেশেরপত্র ডেস্ক
কড়াইল বস্তিতে আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট

রাজধানীর মহাখালীর কড়াইল বস্তিতে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট।

রবিবার বিকাল চারটার দিকে এ আগুন লাগে। বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাকিবুল হাসান।

তিনি বলেন, বিকাল চারটা ২৭ মিনিটে আগুন লাগার খবর পাই। সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষ থেকে দুইটি ইউনিট ঘটনাস্থলে যায়। পরে একে একে আরও ৮টি ইউনিট যায়।

আগুনের ঘটনায় এখনও পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানান এ কর্মকর্তা।

কড়াইল বস্তিতে প্রায়শই আগুনের ঘটনা ঘটে। সর্বশেষ আগুনের ঘটনা ঘটে গেল ১৬ ফেব্রুয়ারি রাতে। তবে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আধা ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণ আনে। আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

কড়াইল বস্তিতে ভয়বাহ আগুনের ঘটনা ঘটেছিল ২০১৬ সালে। ডিসেম্বরের ৪ তারিখ লাগা ওই আগুনে বস্তির ৪০০ থেকে ৫০০ ঘর পুড়ে যায়।

কড়াইল বস্তিতে ৩০ থেকে ৩৫ হাজার মানুষ থাকের। এদের বেশির ভাগই গার্মেন্টস কর্মী, রিকশাচালক, খণ্ডকালীন গৃহকর্মী ও দোকানের কর্মচারী।