
রংপুর প্রতিনিধি:
রংপুরে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে হোসাইন মোহাম্মদ সেলিম ব্যডমিন্টন টুর্নামেন্ট ২০২৪ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধায় মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ তারাগঞ্জে ব্যাপক দর্শক সমাগমে ফাইনাল রাউন্ডের খেলা সম্পন্ন হয়।
এতে মর্ডান ফ্রেন্ডস ক্লাবকে ২-০ পয়েন্টে পরাজিত করে চ্যাম্পিয়ন হন তারাগঞ্জ স্টার ক্রীড়াচক্র।
টুর্নামেন্ট উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মিঠাপুকুর উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাবু নিরঞ্জন মহন্ত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে হেযবুত তওহীদের ক্রীড়া অঙ্গনের এই আয়োজনের প্রশংসা করে বক্তব্য রাখেন, পায়রাবন্দ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আতাউর রহমান, বিশিষ্ট সমাজসেবক মোফাজ্জল হোসেন মধু মন্ডল, ইউপি সদস্য শহিদুল ইসলাম, পায়রাবন্দ ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি আলমগীর হোসেন, ব্যবসায়ী মাহবুল ইসলামসহ অন্যান্য অতিথিবৃন্দ।
আলোচনায় হেযবুত তওহীদের লক্ষ্য উদ্দেশ্য তুলে ধরে সংঘাতহীন শান্তিপূর্ণ সমাজগঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান আমন্ত্রণিত অতিথি সংগঠনের বিভাগীয় আমির জনাব আব্দুল কুদ্দুস শামীম।
পরে অতিথিবৃন্দ বিজয়ী ও রানার্সআপ খেলোয়াড়দের মাঝে প্রাইজমানি ও ট্রফি তুলে দেন।
পিনাকেল স্পোটিং ক্লাবের সার্বিক সহযোগিতায় টুর্নামেন্টটির আয়োজন করেন মিঠাপুকুর তারাগঞ্জ শাখা হেযবুত তওহীদ।