Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রৌমারীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রৌমারীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

September 23, 2024 10:01:43 PM   উপজেলা প্রতিনিধি
রৌমারীতে নদী থেকে যুবকের লাশ উদ্ধার

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের রৌমারী উপজেলার বোল্লাপাড়া গ্রাম এলাকায় জিঞ্জিরাম নদী থেকে আরিফুল ইসলাম মুন্না ওরফে আকিদুল (৩৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৩ সেপ্টেম্বর) ভোরে স্থানীয়রা নদীতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

আকিদুল পেশায় ভেন চালক ছিলেন এবং কয়েক মাস আগে থেকে এই পেশায় যুক্ত হন। রবিবার রাত সাড়ে ৮টার দিকে তিনি যাত্রী নিয়ে রৌমারী বাজারের উদ্দেশ্যে বের হয়েছিলেন। তিনি রাজিবপুর উপজেলার বড়াইডাঙ্গি গ্রামের খোকা মিয়ার ছেলে।

স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য সেলিনা খাতুন বলেন, "খুব সকালে নদীতে লাশ দেখতে পেয়ে আমি সেখানে যাই এবং পুলিশকে খবর দেই।"

রৌমারী থানার ওসি তদন্ত কর্মকর্তা আল হেলাল উদ্দিন বলেন, "লাশের গলায় সামান্য আঘাতের চিহ্ন পাওয়া গেছে। লাশটি ময়না তদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে এখনও পর্যন্ত কোনো ক্লু পাওয়া যায়নি।"