Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

May 07, 2025 07:52:49 PM   অনলাইন ডেস্ক
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবিতে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

গাইবান্ধা সদর প্রতিনিধি:
শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ ১১ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাইবান্ধায় মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ মে) দুপুরে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি (বাকবিশিস) গাইবান্ধা জেলা শাখার উদ্যোগে শহরের ডিবি রোডস্থ গানাসার্স মার্কেটের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন শেষে শিক্ষকরা একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ১১ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করেন।

প্রভাষক অশোক কুমার সাহার সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের জেলা সভাপতি নেয়ামুল হাসান পামেল, সহ-সভাপতি অধ্যাপক শফিউল ইসলাম, আসাদুজ্জামান প্রামানিক, মাছুমা আকতার, ফেরদৌস আলম, তোফাজ্জল হোসেন ও সাজেদুল কবির প্রমুখ।

বক্তারা বলেন, “দেশের শিক্ষা ব্যবস্থাকে জাতীয়করণ, অসাম্প্রদায়িক ও বৈষম্যহীন করে বিজ্ঞানমনস্ক ও সর্বজনীন শিক্ষাব্যবস্থা প্রবর্তনের সময় এসেছে।” তাঁরা পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাস্তবসম্মত বাড়িভাড়া, চিকিৎসা ভাতাসহ ১১ দফা দাবিতে ঐক্যবদ্ধ শিক্ষা আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

বক্তারা আরও জানান, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বর্তমানে মাত্র ১ হাজার টাকা বাড়িভাড়া, ২৫% উৎসব ভাতা ও ৫০০ টাকা চিকিৎসা ভাতা পান। তার ওপর বেতন থেকে ৪% হারে কর্তন করা হয়। ইউনেস্কোর সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির জন্য বক্তারা অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি জোর দাবি জানান।