
গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের এমসি এলাকায় প্রায় অর্ধশতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল ১১টায় শ্রীপুর উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট আতাহার শাকিলের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তিতাস গ্যাস কোম্পানির ময়মনসিংহ এরিয়া উপমহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার দেব, তিতাস গ্যাস জোনাল অফিস ভালুকার ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার শাহজাহান আলীসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অভিযানের ফলে ওই এলাকার দেড় কিলোমিটারজুড়ে অবৈধ গ্যাস লাইন সংযোগের পাইপ উচ্ছেদ করা হয় এবং প্রায় অর্ধশত অবৈধ গ্রাহক সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় অবৈধভাবে ব্যবহৃত প্রচুর পাইপও জব্দ করা হয়।
তিতাস গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানীর ময়মনসিংহ এরিয়া উপমহাব্যবস্থাপক সুরঞ্জিত কুমার দেব বলেন, "একটি চক্র বিভিন্ন সময়ে নিজস্ব উদ্যোগে মাটির নিচে পাইপ বসিয়ে অবৈধভাবে গ্যাস সংযোগ নেয়। অবৈধ সংযোগের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।"