
আশিকুর রহমান, গাজীপুর:
জমি সংক্রান্ত বিরোধের জেরে ছুরি আঘাত করে আব্দুল্লাহ নামের এক যুবককে হত্যার দায়ে মূল পরিকল্পনাকারী পিতাপুত্রকে গ্রেফতার করেছে র্যাব-১ এর গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প। গত বুধবার রাতে রাজধানী ঢাকার দক্ষিণখানের আব্দুল্লাহপুর আটিপাড়ার সুজনের বাড়ি হতে তাদের গ্রেফতার করা হয়।
এরআগে গত ৯ মার্চ গাজীপুরের শ্রীপুর থানাধীন বাঁশবাড়ী বাজারে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। নিহত আব্দুল্লাহ (২৬) গাজীপুর জেলার শ্রীপুর থানার বাঁশবাড়ী এলাকার সাহাদাত আলীর ছেলে।
বৃহস্পতিবার র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে তথ্য জানায়, হত্যাকাণ্ডের ঘটনায় গত ১০ মার্চ নিহতের পিতা সাহাদাত আলী বাদী হয়ে শ্রীপুর থানায় ৮ জনের নাম উল্লেখসহ আরো অজ্ঞাত নামা ৫-৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। চাঞ্চল্যকর আব্দুল্লাহ হত্যাকাণ্ডের র্যাব ঘটনার ছায়া তদন্ত শুরু করে। পরে তথ্য প্রযুক্তির এবং গোপন সংবাদের ভিত্তিতে আত্মগোপন থাকা প্রধান আসামি মো. শহিদুল ইসলাম শহিদ (৪৫) ও তার ছেলে এছানুল হককে (২৪) ঢাকার দক্ষিণখান থানাধীন আব্দুল্লাহপুর আটিপাড়া এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা গাজীপুরের শ্রীপুর থানার বাঁশবাড়ী এলাকার বাসিন্দা।
এদিকে গ্রেফতারের পর জিজ্ঞাসাবাদে আসামীরা হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে র্যাব। জিজ্ঞাসাবাদে আসামীরা জানায়, জমিজমা সংক্রান্ত সমস্যা, পাওনা টাকা না দেওয়া এবং সর্বশেষ চায়ের দোকানে হাতাহাতিতে আসামি শহিদুল ইসলামের ভিতরে প্রচণ্ড ক্রোধ এবং প্রতিশোধ পরায়ণতার সৃষ্টি হয়। এর ফলশ্রুতিতে আসামীরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী হত্যাকাণ্ডের শিকার নিহত আব্দুল্লাহকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করে এবং আব্দুল্লাহ ছুরির আঘাতে মিটিতে লুটিয়ে পড়লে আসামীর কিল, ঘুসি, লাথি মেরে আনন্দ উল্লাস করে। পরে নিহতের আর্তচিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসলে তারা ঘটনাস্থল ত্যাগ করে আত্মগোপন চলে যায়। গ্রেফতারকৃত আসামিদের শ্রীপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানায় র্যাব।