
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মাহবুবুল আলম (৫২)ইন্তেকাল করেছেন।
সোমবার (৩ মার্চ) সকাল ৮টায় নিজ বাড়িতে ইন্তেকাল করেন তিনি। মাহবুব শ্রীপুর পৌর এলাকার ভাংনাাহাটি গ্রামের মৃত আব্দুল আউয়ালের দ্বিতীয় পুত্র তিনি দীর্ঘদিন যাবৎ লিভার ক্যান্সারে আক্রান্ত ছিলেন। মৃত্যু কালে তিনি স্ত্রী এক ছেলে এক কন্যা রেখে গেছেন। তিনি দীর্ঘদিন শ্রীপুর উপজেলা জাতীয় ছাত্র সমাজের আহ্বায়ক ছিলেন এবং বর্তমানে শ্রীপুর পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন।
মাহবুবুল আলমের মৃত্যুতে শোক জানিয়েছেন গাজীপুর জেলা জাপার আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সাত্তার মিয়া, সদস্য সচিব আলহাজ্ব কামরুজ্জামান মন্ডল।