Date: May 11, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

May 31, 2024 07:33:59 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে প্রাইভেটকার ও মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকার  ও মোটরসাইকেল সংঘর্ষে এ তরুণ যুবক  হয়েছে।  শুক্রবার(৩১ মে) দুপুরে উপজেলার কাওরাইদ ইউনিয়নের নান্দিয়া সাঙ্গুন গ্রামের বরমী-গফরগাঁও আঞ্চলিক সড়কের ইসলাম মার্কেট এলাকায় এ ঘটনাটি ঘটে।

নিহত যুবকের নাম মাহমুদুজ্জামান লিমন (২২)। তিনি উপজেলার বাপ্তা গ্রামের হালিম উদ্দিন ফকিরের ছেলে। লিমন মোটরসাইকেলটির চালক ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, লিমন নান্দিয়া সাঙ্গুন বাজার থেকে বরমী গফরগাঁও আঞ্চলিক সড়ক ধরে মোটরসাইকেল নিয়ে যাচ্ছিলেন । এ সময় ইসলাম মার্কেটের কাছে পৌঁছালে দ্রুত গতির একটি প্রাইভেট কারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে দূরে ছিটকে পড়ে যায় সে। এ সময়  তাঁকে এলাকাবাসী  উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় কবলিত প্রাইভেট কারটি ময়মনসিংহে জব্দ করা হয়েছে । প্রাইভেটকারটি ওখান থেকে আনার চেষ্টা করছি।এছাড়াও পরবর্তী আইনগত ব্যবস্থা  প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।