
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে কারখানার ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির অভিযোগ করেছেন এক ব্যবসায়ী। উপজেলার টেপিরবাড়ি এলাকায় আমান বাংলাদেশ নামক কারখানার বর্জিত মালামাল সরবরাহের অর্ডার পান স্থানীয় আক্তারুল আলম এবং শাহজাহান মোড়ল।
সোমবার (২১ অক্টোবর) সকাল ১১টার সময় ওই কারখানার মালামাল সরবরাহের জন্য কারখানায় ট্রাক নিয়ে গেলে কারখানার গেটে ট্রাক আটকে দেন স্থানীয় তাইজুদ্দিন টেডন, রতন টেডন, শাহজাহান টেডন, এনামুল ও খাদেমুলসহ কয়েকজন।
ওই বাধা প্রদানকারী সঙ্গবদ্ধ চক্রটি ব্যবসায়ী আক্তারুল আলম ও শাহজাহান মোড়লের কাছে প্রতি মাসে ২ লাখ টাকা করে চাঁদা দাবি করে। তাদের দাবিকৃত টাকা না দিলে এই কারখানায় ব্যবসা করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেয় ওই চক্রটি।
গত মঙ্গলবার দুপুরে স্থানীয় সাংবাদিকদের কাছে ব্যবসায়ী আক্তারুল আলম জানান, "আমাদের ব্যবসায়িক কাজে প্রায়ই বাধা দেয় এই চক্রটি। তাদের চাঁদা না দিয়ে ব্যবসা করা দুষ্কর হয়ে পড়েছে। তাদের এমন বাধার প্রেক্ষিতে আমরা প্রায়ই আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি। ওই কারখানা এলাকায় ব্যবসার সুস্থ পরিবেশ দাবি করে তিনি প্রশাসনের উদ্দেশ্যে বলেন, চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে চাঁদাবাজদের উপদ্রবে শিল্প কারখানা বন্ধ হয়ে যাবে।"
অভিযুক্ত রতন টেডনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, "তারা প্রতিবারই মাল বের করে নিয়ে যায়, আমাদেরকে টাকা দিবো বলে প্রতিশ্রুতি দেয় কিন্তু টাকা দেয় না, তাই গাড়ি আটকে দিয়েছি।"