Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে মাওনা সিটি হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্...

শ্রীপুরে মাওনা সিটি হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

October 20, 2024 03:22:03 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে মাওনা সিটি হাসপাতালের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে স্বনামধন্য চিকিৎসা সেবাদানকারী প্রতিষ্ঠান মাওনা সিটি হাসপাতালের সুনাম নষ্ট করার লক্ষ্যে ষড়যন্ত্রমূলক, মিথ্যা, অপপ্রচার ও মানহানিকর কর্মকাণ্ডের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মালেক।

রবিবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার মাওনা চৌরাস্তা মাওনা সিটি হাসপাতালে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে বক্তব্যকালে প্রতিষ্ঠানের কর্ণধার আব্দুল মালেক বলেন, একটি কুচক্রী মহল তাদের প্রতিষ্ঠানের সুনাম নষ্ট করার উদ্দেশ্যে মানববন্ধনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে। এসব ঋণাত্মক কর্মকাণ্ডের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “জাল জালিয়াতিসহ নানা অপকর্মের দায়ে একাধিকবার জেল কেটেছেন মহিউদ্দিন। এই প্রতারকের অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।”