
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে এক স্কুল শিক্ষিকার বাড়ি দখলের অভিযোগ উঠেছে পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সেলিম আহমেদের বিরুদ্ধে। শনিবার (২৬ অক্টোবর) বিকেলে শ্রীপুর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বাড়ি দখলের এমন অভিযোগ করেন ভুক্তভোগী শিক্ষিকা হাসনা হেনা।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে শিক্ষিকা হাসনা হেনা অভিযোগ করেন, শ্রীপুর পৌর এলাকার দারোগার চালা গ্রামের জালাল ও আসমা বেগমের কাছ থেকে প্রায় দুই বছর আগে পৌনে ৯ শতাংশ জমি ক্রয় করেন। জমিতে ৯টি টিনশেড ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে ভোগদখল করে আসছেন। কিছুদিন ধরে সেলিম তার কাছে চাঁদা দাবি করছেন।
গত ২৫ অক্টোবর সকালে ওই বাড়িতে ভাড়ার টাকা নিতে গেলে অভিযুক্ত যুবদল নেতা সেলিম শিক্ষিকা হাসনা হেনাকে মেরে ফেলার হুমকি দিয়ে বাড়ি থেকে টেনে-হিঁচড়ে বের করে দেন।
তিনি আরও জানান, যুবদল নেতা সেলিম ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে হুমকি দিয়ে গত সেপ্টেম্বর মাসের ৩০ হাজার টাকা ভাড়া তুলে নিয়ে যান। তিনি বাড়ি ফিরে পেতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন এবং দখলদার সেলিমের শাস্তি দাবি করেন।