Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শ্রীপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শ্রীপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

October 28, 2024 07:41:33 PM   উপজেলা প্রতিনিধি
শ্রীপুরে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গাজীপুর জেলা যুবদলের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এই দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক প্রায় ২ হাজার রোগীর চিকিৎসাসেবা প্রদান করেন এবং ঔষুধ বিতরণ করা হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকালে উপজেলার হাজ্বী ছোট কলিম উচ্চ বিদ্যালয় মাঠে এই ফ্রি মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।

শ্রীপুর পৌর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল ফকিরের সভাপতিত্বে এবং গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আরিফ সরকারের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহস্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ রফিকুল ইসলাম বাচ্চু।

এসময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার বেপারী, গাজীপুর জেলা বিএনপির সহসভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, শ্রীপুর উপজেলা বিএনপির সহসভাপতি আব্দুল হান্নান স্বজলসহ অন্যান্য নেতৃবৃন্দ।

এ উদ্যোগের মাধ্যমে যুবদল এলাকার জনগণের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার চেষ্টা করছে।