Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুরে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুরে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

March 15, 2024 08:55:24 PM   জেলা প্রতিনিধি
শরীয়তপুরে বাস চাপায় মাদ্রাসা শিক্ষার্থী নিহত

শরীয়তপুরের সদর উপজেলার প্রধান সড়কে বাসের চাঁপায় প্রাণ হারিয়েছেন  শাফিন (৮) নামক এক হাফেজি  মাদ্রাসার ছাত্র।  ঘটনাটি ঘটে বিকেল সাড়ে চার ঘটিকার সময় গ্লোরি ফিলিং স্টেশন থেকে  কিছুদূর সামনে প্রধান  সড়কে।

শরীয়তপুর সদরের পশ্চিম কোটাপাড়া নামক স্থানে ফারুক চৌকিদারের বাড়ির সামনে  ইজিবাইক (অটো) থেকে নামার সময় মোহাম্মদ শাফিন (৮)কে দ্রুতগামী শরীয়তপুর সুপার সার্ভিস চাপা দিলে ঘটনাস্থলই শিশুটি নিহত হয়। নিহত শিশুটি শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মহিষা গ্রামের সাইরুন নেসা ও শাহীন ছৈয়াল দম্পতির সন্তান। শিশু সাফিনের নানাবাড়ি শরীয়তপুর সদর আঙ্গারিয়ার কাশীপুর গ্রামে । নিহত শিশুর লাশ শরীয়তপুর সদর হাসপাতালের জরুরি বিভাগে রাখা আছে।

নিহত শিশুটির মা জানান, শিশু শাফিন শরীয়তপুর সদর উপজেলার  পশ্চিম কোটাপাড়ার একটি হাফিজিয়া মাদ্রাসা শিক্ষার্থী ছিলো।  শুক্রবার বিকালে শিশুটির মা শিশু শাফিনকে হাফিজিয়া মাদ্রাসায় রাখার জন্য অটো যোগে কোটা পাড়ায় মাদ্রাসায় যাচ্ছিল । ওই মাদ্রাসায় আর যাওয়া হলো না আর পড়া হলো না হেফজখানায়। চলে গেলেন না ফেরার দেশে। নিহত শিশুটির পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

পালং থানার অফিসার অফিসার ইনচার্জ মোহাম্মদ মেজবাহ উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনার বিষয়টি শোনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি এবং সদর হাসপাতালে আমার পুলিশ গিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।