Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরিয়তপুরে নৌকা ও ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরিয়তপুরে নৌকা ও ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

January 13, 2024 07:53:26 PM   জেলা প্রতিনিধি
শরিয়তপুরে নৌকা ও ঈগলের সমর্থকের বাড়িতে পাল্টাপাল্টি হামলার অভিযোগ

এনামুল হক:
শরীয়তপুরের নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নৌকা ও ঈগল প্রতীকের সমর্থকদের বাড়িতে পাল্টাপাল্টি হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। শুক্রবার (১২ জানুয়ারি) রাতে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকায় এ ঘটনা ঘটে।

নড়িয়া থানা, স্থানীয় ও ভুক্তভোগী পরিবারের অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার মোক্তারের চর ইউনিয়নের নয়ন মাদবর কান্দি এলাকার দেলোয়ার খান ও স্থানীয় ইউপি সদস্য কালাম খানের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। এছাড়াও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২ আসনের ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী খালেদ শওকত আলীর সমর্থক ছিলেন দেলোয়ার খান। অন্যদিকে ইউপি সদস্য কালাম খান নৌকা প্রতীকের প্রার্থী একেএম এনামুল হক শামীমের সমর্থক ছিলেন। নির্বাচন শেষ হওয়ার পর থেকেই তাদের মধ্যে আবার বিরোধ তৈরি হয়।

শুক্রবার রাতে ইউপি সদস্য কালাম খান, মিলন খাঁ, সিফাত খাঁসহ বেশ কয়েকজন নৌকা প্রার্থীর সমর্থক দেলোয়ার খানের বসতবাড়িতে হামলা চালান বলে অভিযোগ ওঠে। এ সময় হামলাকারীরা ঘরে ঢুকে বিভিন্ন আসবাবপত্র, টেলিভিশন, কম্পিউটার ভাঙচুর করে ১ লাখ টাকা নিয়ে যান।

অন্যদিকে দেলোয়ার খান ও তার লোকজন আবার ইউপি সদস্য কালাম খানের ভাই সালাম খানের বসতবাড়িতে হামলা চালান বলে অভিযোগ করেন সালাম খানের স্ত্রী আইরিন বেগম। পরে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ।

নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীর সমর্থক দেলোয়ার খানের মা ফিরোজা বেগম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে আমার ছেলে ঈগল মার্কার সমর্থক ছিল। কালাম খান নৌকার লোক ছিল। নির্বাচনে পাস করছে বলে আমাদের বাড়িতে তারা লোকজন নিয়া হামলা করছে। ঘরের সব জিনিস ভেঙে ফেলছে। আমরা এর বিচার চাই।’

দেলোয়ার খানের বোন ভুলু বেগম বলেন, ‘আমার ভাবি তাদের বাধা দিতে গেলে তার হাত ভেঙে দিয়েছে কালাম খানের লোকজন। ঘরে ঢুকে আলমারি ভেঙে ১ লাখ টাকাও লুট করে নিয়ে গেছে।’

অপরদিকে ইউপি সদস্য কালাম খানের ভাই সালাম খানের স্ত্রী আইরিন বেগম অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে আমরা ঈগল প্রতীকের ভোট দেইনি বলে দেলোয়ার খান আর তার লোকজন আমাদের বাড়িতে হামলা চালিয়েছে। ঘরের তালা  ভেঙে ভেতরে গিয়ে টিভি, ফ্রিজ সব কিছু নষ্ট করে দিয়েছে। আমরা এই সুষ্ঠু বিচার চাই।’

জানতে চাইলে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) আহসান হাবীব (দৈনিক দেশের পত্র) কে বলেন, দু’পক্ষের হামলা পাল্টাহামলার ঘটনায় আলাদা দুটি মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে পুলিশ কাজ করছে।