Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / শরীয়তপুর ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স মেঘনা ব্রিক্সকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

শরীয়তপুর ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স মেঘনা ব্রিক্সকে জরিমানা

January 18, 2024 04:16:42 PM   জেলা প্রতিনিধি
শরীয়তপুর ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে মেসার্স মেঘনা ব্রিক্সকে জরিমানা

শরীয়তপুরে মেঘনা ব্রিক্স নামক এক ইট ভাটাকে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১ লক্ষ (এক লাখ) টাকা জরিমানা আদায় করেন  ভ্রাম্যমান আদালত।

বুধবার দুপুরে সদর উপজেলার ডোমসার ইউনিয়নের কোয়ারপুর গ্রামে অবস্থিত মেসার্স মেঘনা ব্রিক্স নামক ইটভাটায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমান আদালতে নেতৃত্ব দেন জেলা প্রশাসকের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট অভিজিৎ সূত্রধর।

আদালত ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)  আইন ২০১৩ এর ৫ ধারা লঙ্ঘনের দায়ে ১৫ ধারা মতে ১ লক্ষ টাকা জরিমানা ধার্য ও আদায় করেন। একইসাথে সকল প্রকার লাইসেন্স সংগ্রহ করে আইনের ধারা অনুযায়ী ইটভাটা পরিচালনা করার নির্দেশ প্রদান করেন।