Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / স্বামীর লিঙ্গ কর্তন করার পর স্ত্রী বললেন ‘মাথায় ভূত চেপে ছিল’ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

স্বামীর লিঙ্গ কর্তন করার পর স্ত্রী বললেন ‘মাথায় ভূত চেপে ছিল’

January 15, 2024 07:35:26 PM   জেলা প্রতিনিধি
স্বামীর লিঙ্গ কর্তন করার পর স্ত্রী বললেন ‘মাথায় ভূত চেপে ছিল’

আশিকুর রহমান, গাজীপুর:
গাজীপুরের স্বামীর পুরুষাঙ্গ ব্লেড দিয়ে কর্তন করার অভিযোগে স্ত্রীকে গ্রেফতার করেছে মহানগরের কোনাবাড়ী থানা পুলিশ। এ ঘটনায় সোমবার বিকেলে কোনাবাড়ী থানা এলাকার জরুন উত্তর পাড়াস্থ আব্দুর রহমানের বাসা থেকে স্ত্রী নিপা আক্তারকে (৩৪) গ্রেফতার করা হয়।

আহত স্বামী আবুল হোসেন বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার কৃষ্ণ কাঠি গ্রামের নূর মোহাম্মদের ছেলে। গ্রেফতারকৃত নিপা আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার দক্ষিণ গাবুড়া গ্রামের আব্দুস সাত্তার এর মেয়ে। জানা যায়, আবুল হোসেনের ১ম স্ত্রী নিপা আক্তার। তারা আব্দুর রশিদের ভাড়া বাসায় থেকে স্থানীয় পোশাক কারখানায় কাজ করতো। 

বাসার মালিক আব্দুর রশিদ বলেন, গত শুক্রবার (১২ জানুয়ারি) রাত দেড়টা সময় আবুল হোসেনের চিৎকারে আমাদের ঘুম ভাঙ্গে। কি হয়েছে জানতে চাইলে তার স্ত্রী নিপা আক্তার বলেন, পুরুষাঙ্গে পোকায় কামড় দিয়েছে। পরে তাকে কোনাবাড়ীর একটি প্রাইভেট ক্লিনিকে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা পর জানতে পারি আবুল হোসেনের লিঙ্গ কর্তন করেছে তার স্ত্রী। বাসার মালিক আব্দুর রশিদ আরো জানান, স্ত্রী নিপা আক্তার বিষয়টি ধামাচাপা দিয়ে বাসা থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরে তাকে আটক করে কোনাবাড়ী থানা পুলিশকে অবগত করেলে পুলিশ তাকে গ্রেফতার করে। 

আবুল হোসেনের ছোট স্ত্রী হাসনা বেগম জানান, আমার স্বামী শারীরিকভাবে অসুস্থ ছিল। গত ৬ বছর আগে আমার সাথে বিয়ে হয়েছে। আমাদের একটি সন্তান রয়েছে। আমার স্বামী অসুস্থ থাকায় ঠিক মতো কাজ কাম করতে পারত না। আমরা দুজনই গার্মেন্টসে চাকরি করে চলতাম। কি কারনে সে এমন ঘটনা ঘটিয়েছে বুজতে পারছিনা?

অভিযুক্ত নিপা আক্তার বলেন, বর্তমানে আমার স্বামী উত্তরা সিন সিন জামান হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আসলে আমার মাথায় ভূত চেপে বসেছিল। কেন এমন করেছি বলতে পারছিনা! এসময় তিনি উপস্থিত সবার সামনে অকপটে  স্বামীর পুরুষাঙ্গ কাটার কথা স্বীকার করেন।

এ বিষয়ে গাজীপুর মেট্রপলিটন কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সাইদুর রহমান খান জানান, খবর পেয়ে সোমবার বিকেল সাড়ে তিনটার সময় নিপা আক্তারকে গ্রেফতার করা হয়েছে। তিনি আরো বলেন তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।