Date: May 07, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন নিজাম হাজারী - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন নিজাম হাজারী

January 08, 2024 11:33:06 AM   জেলা প্রতিনিধি
সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে হ্যাটট্রিক করলেন নিজাম হাজারী

আনোয়ার হোসেন, ফেনী:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ আসনে সর্বোচ্চ ৬৮% ভোট পেয়ে ৩য় বারের মতো বিজয়ী হলেন ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ নিজাম উদ্দীন হাজারী।

গতকাল ফেনীতে উৎসব মুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।বিপুল পরিমান নারী পুরুষের উপস্থিতিতে ভোটগ্রহণে অনুষ্ঠিত হয়। কোথাও কোন অপ্রীতিকর গঠনার সংবাদ পাওয়া যায়নি। ৬৮% ভোট পেয়ে ফেনীর অপর সংসদীয় আসনের ২ জন বিজয়ী প্রার্থীর প্রাপ্ত ভোটকে ও ছাড়িয়ে গেছেন তিনি।

ফেনী-২ আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৪ শত ১১ জন ভোটার এর মধ্যে ২ লাখ ১২ হাজার ৮৫০ জন পুরুষ ভোটার ১ লাখ ৯৭ হাজার ৮৭০ জন নারী ভোটার। ৮৪০ টি ভোটকেন্দ্রে ভোট কেন্দ্রে ভোট  গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। ফেনীতে মোট ৩ টি আসন। ফেনী ১ পরশুরাম ছাগলনাইয়া আসন, ফেনী সদর ২ আসন, ফেনী ৩ সোনাগাজী, দাগনভূঞা আসন।

ফেনী ১ আসনে এই বারেই প্রথম নৌকা প্রার্থী আলাউদ্দিন চৌধুরী নাসিম বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। ফেনী ৩ আসনে নাঙ্গল প্রতীকে জেনারেল মাসুদ চৌধুরী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।