
সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আসনে শেখ হাসিনার পক্ষে নৌকা মার্কায় ভোট চেয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী জুয়েল। শনিবার (৯ সেপ্টেম্বর) বিকালে স্থানীয় আওয়ামীলীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে সালথা সদর বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন তিনি।
গণসংযোগকালে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো: সাইফুজ্জামান চৌধুরী (জুয়েল) বলেন, আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশ আওয়ামী লীগের অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন। আগামীদিনের উন্নয়নশীল বাংলাদেশ ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে এটি গুরুত্বপূর্ণ নির্বাচন। দেশে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। এই জাতিকে একটি উন্নয়নশীল রাষ্ট্রে রূপান্তরিত করার প্রধানমন্ত্রী কাজ করে যাচ্ছেন।
তিনি আরও বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের প্রতিক নৌকা মার্কায় ভোট চেয়ে মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের লিফলেট গ্রাম থেকে গ্রামাঞ্চলে পৌছে দিচ্ছি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থীকে নৌকা মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করে মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। বাংলাদেশকে উন্নয়নশীল ও স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে দৃঢ় প্রত্যয় নিয়ে আমরা মাঠে কাজ করছি। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন।