Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় ম্যানেজ করে অবৈধ ড্রেজার: হুমকিতে ফসলি জমি ও পাকা সড়ক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় ম্যানেজ করে অবৈধ ড্রেজার: হুমকিতে ফসলি জমি ও পাকা সড়ক

October 27, 2024 08:44:48 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় ম্যানেজ করে অবৈধ ড্রেজার: হুমকিতে ফসলি জমি ও পাকা সড়ক

সালথা প্রতিনিধি, ফরিদপুর:
ফরিদপুরের সালথায় ফসলি জমি, বসতবাড়ি এবং পাকা সড়কের সংলগ্ন এলাকায় অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে ফসলি জমি, বসতবাড়ি ও পাকা সড়ক।

শনিবার (২৬ অক্টোবর) সরেজমিনে গিয়ে দেখা যায়, উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাদিয়া এলাকায় সরকারি কাজলডাঙ্গা বিলে শানাল ও রাসেল, নওপাড়া আজলপট্টি গ্রামে ওবায়দুর এবং মাঝারদিয়া গ্রামের হাসমত নামক ব্যক্তিরা নির্বিঘ্নে অবৈধ ড্রেজার দিয়ে বালু উত্তোলন করছেন। ড্রেজার দিয়ে পাইপ টেনে ইটের তার ভেতর দিয়ে বালু সরানো হচ্ছে, যা সামান্য বৃষ্টিতেই রাস্তার ভাঙন সৃষ্টি করতে পারে।

খোঁজ নিয়ে জানা গেছে, এরা সবাই এলাকায় প্রভাবশালী ও চিহ্নিত অবৈধ ড্রেজার ব্যবসায়ী। বর্ষার মৌসুম এলেই বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিদের ম্যানেজ করে খাল, বিল, নদী এবং পুকুরে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করা হয়। এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি এবং রাস্তাঘাট, ব্রীজ, বসতবাড়ি ভাঙনের কবলে পড়ছে। স্থানীয়ভাবে এদের প্রভাবশালী হওয়ায় কেউ সাহস করে প্রতিবাদ করতে পারে না।

উল্লেখ্য, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী, সেতু, কালভার্ট, ড্যাম, ব্যারেজ, বাঁধ, সড়ক, মহাসড়ক, বন, রেললাইন এবং গুরুত্বপূর্ণ স্থাপনার এক কিলোমিটার অথবা নির্ধারিত সীমার মধ্যে ড্রেজার দিয়ে বালু উত্তোলন নিষিদ্ধ। এই আইনকে তোয়াক্কা না করে একটি শক্তিশালী সিন্ডিকেট নির্বিঘ্নে বালু উত্তোলন চালিয়ে যাচ্ছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও কার্যকর ব্যবস্থা নিতে দেখা যায়নি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আনিচুর রহমান বলেন, “আমি ঐখানে বসে থাকবো নাকি, তদন্ত করে ব্যবস্থা নেবো।”

জেলা প্রশাসকের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, “ঠিকানা দিন, ব্যবস্থা নিচ্ছি। আমার প্রশাসনের কেউ জড়িত থাকলে তদন্ত করে ব্যবস্থা নেব।”