Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সালথায় যৌথবাহিনীর অভিযানে আটক পাঁচ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সালথায় যৌথবাহিনীর অভিযানে আটক পাঁচ

October 22, 2024 07:29:52 PM   উপজেলা প্রতিনিধি
সালথায় যৌথবাহিনীর অভিযানে আটক পাঁচ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সালথায় এক তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের চাকুর আঘাতে নিহত হন কাসেম বেপারী (২৮) নামের এক যুবক। এ হত্যাকাণ্ডকে কেন্দ্র করে স্থানীয় খায়রুল বাশার আজাদ নামের এক বিএনপি নেতার ছত্রছায়ায় কয়েকটি গ্রামের বাসিন্দাদের হত্যা মামলার ভয় দেখিয়ে চাঁদাবাজি ও লুটপাটের অভিযোগ উঠেছে। বালিয়াগট্টি, দোহার গট্টি, বড় বালিয়া, ছোট বালিয়া, পাটপাশা, জয়ঝাপসহ আশেপাশের এলাকার মানুষজনের কাছে কোটি টাকার চাঁদা আদায় করা হয় বলে জানা গেছে।

রবিবার (২০ অক্টোবর) দিবাগত রাতে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের আড়ুয়াকান্দি, মেম্বার গট্টি ও আশেপাশের এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

ফরিদপুর সহকারী পুলিশ সুপার (নগরকান্দা-সালথা) সার্কেল মো. আসাদুজ্জামান শাকিল সোমবার (২১ অক্টোবর) সকালে এই গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।

আটককৃত ব্যক্তিরা হলেন: পাটপাশা বালিয়া গ্রামের মৃত মমিন মাতুব্বরের ছেলে জাহিদ মাতুব্বর (৪৫), আড়ুয়াকান্দি গ্রামের মৃত হাসেম মাতুব্বরের ছেলে নুরুদ্দীন মাতুব্বর ওরফে নুরু মেম্বার (৬০), মেম্বারগট্টি গ্রামের মৃত রহমান মাতুব্বরের ছেলে ও সাবেক ইউপি মেম্বার রফিক মাতুব্বর (৫০), দোহারগট্টি এলাকার আওয়াল মাতুব্বরের ছেলে আকরাম মাতুব্বর (৩৫), ছোট বালিয়া গ্রামের মালেক শেখের ছেলে ফিরোজ শেখ (৩৫)।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার আসাদুজ্জামান শাকিল বলেন, “পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে রবিবার রাতে অভিযানে পাঁচজনকে গ্রেপ্তার করেছে। চাঁদাবাজ ও লুটপাটকারীদের বিরুদ্ধে যৌথবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে।”