Date: May 08, 2025

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়রের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়রের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

September 27, 2024 08:28:53 PM   উপজেলা প্রতিনিধি
সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়রের অনিয়ম ও দুর্নীতির সত্যতা পেয়েছে তদন্ত কমিটি

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র রাফিকা আকতার জাহান বেবীর বিরুদ্ধে পৌর কর, টোল ও এলআর ফান্ডের কয়েক কোটি টাকা আত্মসাৎ, স্বজনপ্রীতির মাধ্যমে মাস্টার রোলে অতিরিক্ত কর্মচারী নিয়োগ এবং বিভিন্ন প্রকল্পে লুটপাটসহ নানা দুর্নীতি-অনিয়মের প্রমাণ পেয়েছে রংপুর বিভাগীয় কমিশনারের তদন্ত কমিটি।

গত ৩০ জুন প্রকাশিত তদন্ত প্রতিবেদনে এসব অনিয়মের তথ্য উঠে আসে। রাফিকা আকতার সৈয়দপুর পৌর মহিলা লীগের সাধারণ সম্পাদক এবং সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, প্রয়াত আখতার হোসেন বাদলের স্ত্রী।

প্রতিবেদন সূত্রে জানা যায়, গোপন অভিযোগের ভিত্তিতে গত ৩০ মে রংপুর বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন সৈয়দপুর পৌরসভা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় পৌর মেয়র, কাউন্সিলর এবং কর্মচারীদের সাথে কথা বলেন এবং বিভিন্ন রেজিস্টার খাতা পর্যবেক্ষণ করেন। এতে পৌর মেয়রের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র ধরা পড়ে।

প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, মঞ্জুরীকৃত ১৫৮ পদের বিপরীতে ২৯ জন কর্মরত থাকলেও মেয়র মাস্টার রোলে ৫০০ জনকে নিয়োগ দিয়েছেন। পৌর কর আদায় করা হলেও তা যথাযথভাবে রেজিস্টারে লিপিবদ্ধ করা হয়নি এবং ২০২৩ সালের জুলাইয়ের পর থেকে টোল আদায়ের কোনো হিসাব সংরক্ষণ করা হয়নি। মেয়র টোল ও এলআর ফান্ডের কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে মেয়র রাফিকা আকতার জাহানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো মন্তব্য পাওয়া যায়নি। পৌরসভার অন্যান্য কর্মকর্তারাও এ বিষয়ে মন্তব্য করতে রাজি হননি।